পুতিনকে ভোট দেবে ৮৩ ভাগ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৭

প্রায় ৮৩ দশমিক ৩ ভাগ ভোটার দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে ভোট দেবেন বলে পরিকল্পণা করছেন। আগামী রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে করা সাম্প্রতিক জরিপে এ তথ্য জানানো হয়েছে। খবর তাস নিউজ।

ভিটসিওম জানিয়েছে, জরিপে অংশ নেয়া ৭০ ভাগ মানুষই জানিয়েছে, তারা ভোট দিতে যাবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৮৩ দশমিক ৩ ভাগ রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন।

৮২ দশমিক ২ শতাংশ তরুণ, ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ৮৩ দশমিক ৩ শতাংশ এবং ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সী ৮৮ দশমিক ৮ শতাংশ ভোটার পুতিনকে সমর্থন করেন।

জরিপের ফলাফল অনুযায়ী, এলডিপিআর নেতা ভ্লাদিমির ঝিনিনোভোসকি ৪ দশমিক ১ শতাংশ, কমিউনিস্ট পার্টির নেতা জেনাদি জিউগানোভ ৩ দশমিক ৩ শতাংশ, ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি ০ দশমিক ৮ শতাংশ, পার্টি অব গ্রোথের নেতা বোরিস তিতোভ ০ দশমিক ৭ শতাংশ, টেলিভিশন উপস্থাপিকা সেনিয়া সোবচাক ০ দশমিক ৩ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

তবে ১২ শতাংশ ভোটারই ভোট দেবেন কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন আর ৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা অবশ্যই ভোট দেয়া থেকে বিরত থাকবেন।

সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্সি নির্বাচনে ২৩ জন লড়াই করার পরিকল্পনা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো নির্বাচনে লড়াই করবেন ভ্লাদিমির পুতিন

এর আগে ২০১২ সালে ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করেন পুতিন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।