বেনাপোল ঈদ বাজারে কিরণমালার জয়জয়কার


প্রকাশিত: ০৭:২৩ এএম, ১১ জুলাই ২০১৫

ঈদ উৎসবকে সামনে রেখে বেচাকেনা হচ্ছে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় চরিত্র ও প্রধানমন্ত্রীর নামের পোশাক। কিরণমালার পাশাপাশি সোনাক্ষ্মী, বধূ সাজ, উদাসীমন, ফ্লোরটাচ, পামেলার মতো বিদেশি বাহারি নামের পোশাক সারাদেশের মতো যশোরের বেনাপোল ও শার্শার বিপণী বিতান ও মার্কেটগুলো দখল করে রেখেছে। বিত্তবান তরুণীদের কথা মাথায় রেখে অভিজাত বিপণী বিতানগুলোর বেশিরভাগ অংশ জুড়ে এ ধরনের পোশাক শোভা পাচ্ছে।

ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতার সংখ্যাও বাড়ছে শহরের মার্কেটগুলোতে। পরিবারের সবার জন্য পছন্দমতো কেনা-কাটা করতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে চষে বেড়াচ্ছেন ক্রেতারা। এ সুযোগে বিক্রেতারাও হাঁকছেন আকাশ ছোঁয়া দাম। তবে গত দু’দিন বৈরী অবহাওয়ার কারণে মার্কেগুলোতে ক্রেতার সংখ্যা কম লক্ষ্য করা গেছে।

তবে কোনো কোনো ব্যবসায়ী বলেছেন, মধ্য রোজা থেকে কিছু বিক্রি শুরু হয়েছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, বিক্রি ততই বাড়ছে। বিপণী বিতানগুলোর বিক্রেতারা জানান, এবারের ঈদ বাজারে নারীদের জন্য ভারতীয় বাহারি নামের আকর্ষণীয় পোশাকের সম্ভার রয়েছে। ভারতীয় বিভিন্ন টেলিভিশন সিরিয়ালের বদৌলতে দেশীয় পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ নেই। এ কারণেই সিরিয়াল দেখে শুধুমাত্র নামের আকর্ষণে তরুণ তরুণীরা ভারতে তৈরি পোশাক বেশি কিনছেন।

ক্রেতারা বলেন, তারা ঘুরে ঘুরে বাজার যাচাই করছেন, তারপর পছন্দের পোশাক কিনছেন। দাম কিছুটা বেশি হলেও তা সাধ্যের বাইরে নয়। বেশ ভিড় দেখা গেল পোশাক, জুতা, খেলনা এবং বিভিন্ন প্রসাধনির দোকানগুলোতে।
 
এবার ছেলেদের জন্য ১ থেকে ১৫ হাজার টাকায় রাজশাহী সিল্ক পাঞ্জাবি, ইন্ডিয়ান কিউজি পাঞ্জাবি, খদ্দর পাঞ্জাবি, সুতি পাঞ্জাবি, এনডি সিল্ক পাঞ্জাবি এবং শেরওয়ানি পাওয়া যাচ্ছে। আর ৮শ থেকে ৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শার্ট।

এছাড়া ২ থেকে ৮ হাজার টাকায় মেয়ে শিশুদের ওয়েস্টার্ন সেট, পার্টি ফ্রোক, মিডি, লাছা, টপস, স্কার্ড এবং ছেলে শিশুদের জন্য ১ হাজার থেকে ৭ হাজার টাকায় বাবা সেট, বয়েজ গেঞ্জি, থ্রি-কোয়ার্টার, ফোর কোয়ার্টার, কোটি শার্ট এবং বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রীর নামানুসারে মোদি কোর্টের বেশ চাহিদা রয়েছে।

তবে নিম্ন আয়ের মানুষের ভরসা শহরের ফুটপাতের দোকানগুলোতে। এসব দোকানের বিক্রেতারা বলছেন, কমদামে পছন্দের পোশাক পাওয়া যাচ্ছে বলে নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন ফুটপাতের দোকানে।

কমদামে স্বল্প বাজেটে পরিবারের সবার জন্য পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও। বড় দোকান থেকে বিদেশি পোশাক কেনায় কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

বেনাপোলের রঙরুপ ফ্যাশন হাউজের সত্ত্বাধিকার নাসির হোসেন জাগো নিউজকে জানান, মেয়েদের পছন্দ ভারতীয় টেলিভিশন সিরিয়ালের নায়িকা চরিত্র ‘কিরণমালা’র অনুকরণে বানানো পোশাক। আর ছেলেদের ভারতের প্রধানমন্ত্রী ‘মোদি’র অনুকরণে বানানো পোশাকের চাহিদা খুব বেশি বলে তিনি জানান। বাজারে ২ থেকে ৮ হাজার টাকার মধ্যে কিরণমালা পোশাক পাওয়া যাচ্ছে বলে জানান পোশাক বিক্রেতা ইমরান।

জামা কিনতে আসা দোলা নামের এক কিশোরী জাগো নিউজকে জানায়, `কিরণমালা` সিরিয়ালটি তার খুব পছন্দ। "ওই সিরিয়ালের কিরণকেও আমার খুব ভালো লাগে। তাই ওর সঙ্গে মিলিয়ে কিরণমালা জামা কিনতে এসেছি।

মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে আসা সুমনা জানায়, সব বান্ধবীরা কিরণমালা কিনেছে তাই সে কিরণমালা কিনতে এসেছে। ঈদে ছোটদেরই আনন্দ বেশি বলে মেয়ের পছন্দেই জামা কিনে দিতে চান সুমনার মা ফাতেমা বেগম। মেয়ের পছন্দ কিরণমালা তাই এটাকেই প্রাধান্য দিচ্ছি বলে জানান তিনি।

বেনাপোলের নুর শপিং কমপ্লেক্স, লাল মিয়া শপিং সেন্টার, নাভারনের সোনালী মার্কেট এবং অনান্য বিপণী মার্কেট ঘুরে দেখা যায়, সারা বাজার জুড়ে উৎসবের আমেজ। ব্যস্ত ক্রেতা-বিক্রেতা উভয়ই। তবে বরাবরের মতো দামের ব্যাপারে অভিযোগ রয়েছে ক্রেতাদের।

রাকিন ইসলাম নামের একজন ক্রেতা জাগো নিউজকে বলেন, বিক্রেতারা সুযোগ বুঝে জিনিসের দাম একটু বেশিই নিচ্ছেন। কিন্তু দামের চেয়ে প্রিয়জনের পছন্দকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানান তিনি।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।