ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১১ জুলাই ২০১৫

ইয়েমেনে জাতিসংঘের মধ্যস্থতায় মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ইয়েমেনে নতুন করে বিমান হামলা ও সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার জন্য শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি রমজানের শেষ পর্যন্ত কার্যকর থাকার কথা থাকলেও তা লঙ্ঘন করা হলো।
 
স্থানীয়রা জানান, হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। এ ছাড়া দেশটির তৃতীয় বৃহত্তম শহর তাইজে হুতিদের সঙ্গে তাদের প্রতিপক্ষের সংঘর্ষ হয়েছে।

যুদ্ধবিরতি ভঙ্গের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষী করেছে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি মানার আহ্বান জানিয়েছিল। কিন্তু তাদের সেই আহ্বান উপেক্ষা করে এ হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে আবার ক্ষমতায় বসাতে হুতি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট সালেহর অনুগত সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে।  তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।