দিল্লিতে দেয়াল ভেঙে বেরিয়ে গেল চালকবিহীন ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭

উদ্বোধনের আগেই বিপত্তি ঘটেছে দিল্লির চালকবিহীন মেট্রো ট্রেনে। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালানোর সময় সীমারেখা ক্রস করে দেয়াল ভেঙে বেরিয়ে গেছে মেট্রো ট্রেন।

আগামী ২৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে চালকবিহীন মেট্রো টেনটির উদ্বোধন করার কথা ছিল। তার আগেই পরীক্ষামূলকভাবে চালানোর সময় দিল্লির কালিন্দী কুঞ্জের কাছে সীমানা প্রাচীর ভেঙে বেরিয়ে যায় ট্রেনটি।

delhi

দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই চালকবিহীন মেট্রো ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। যদিও দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরীক্ষামূলকভাবে চালানোর ফলে ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। কীভাবে এমন ঘটনা ঘটল সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনও তেমন কিছুই জানায়নি।

সূত্র : এনডিটিভি

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।