ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ


প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১০ জুলাই ২০১৫

ব্রিটেনে শিগগিরই নিষিদ্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন। ব্রিটেন সরকার একটি ‘বিতর্কিত’ আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।

সংকেতায়িত (এনক্রিপ্টেড) তথ্য আদান-প্রদান করাকে অবৈধ ঘোষণা করে এই আইন জারি করা হবে। যেহেতু হোয়াটসঅ্যাপ, আইমেসেঞ্জার এবং স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন এনক্রিপ্টেড তথ্য আদান-প্রদান করে, সুতরাং এই অ্যাপ্লিকেশনগুলো এই নিষেধের আওতায় পড়বে।

দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বিষয়ে বলেছেন, “আমার দেশ কি এমন কোনো বার্তার আদান-প্রদান অনুমোদন করবে যা আমরা পাঠ করতে পারবো না? আমার উত্তর হলো- না”!

সহিংসতাকারীরা এসব অ্যাপ্লিকেশনের সুবিধা নিয়ে সন্ত্রাস ঘটাতে পারে এই দোহাই দিয়েই মূলত এই আইন পাশ করা হচ্ছে। ‘স্নুপারস চার্টার’ নামের এই বিতর্কিত আইনটি এই হেমন্তেই পাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।