জীবন বাঁচালো সেলফি স্টিক


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১০ জুলাই ২০১৫

সমুদ্রের ডুবে যাওয়ার হাত থেকে বাঁচতে একটি মার্কিন পরিবারের কাছে সহায় হয়ে দাঁড়াল সেলফি স্টিক। ম্যাসাচুসেটসের সমুদ্রে সাঁতার কাটছিলেন ডেরিক জনস ও তার স্ত্রী এবং কন্যা ১৬ বছরের ইরিন। নান্টুকেটের সার্ফসাইড বিচে সাঁতার কাটার সময় আচমকাই একটি ঢেউ তাদেরকে উল্টে ফেলে সমুদ্রে টেনে নিয়ে যায়। ইরিনের হাতে ছিল ভিডিও ক্যামেরা। সেটির সঙ্গেই লাগানো ছিল সেলফি স্টিক।

পানিতে ভেসে যেতেই যেতেই বাবা ও মেয়ে স্টিকটির দুই প্রান্ত শক্ত করে ধরে। জন ভাসতে ভাসতে ছবি তোলার ওই কাঠি দিয়েই মেয়েকে টেনে তীরে তোলার চেষ্টা করেন। ততক্ষণে এক ব্যক্তি বাবা-মেয়ের সাহায্যে এগিয়ে আসেন।

ইরিন জানিয়েছে, আমি অনেক পানি খেয়েছি। নিশ্বাস নিতে পারছিলাম না। বেশ কিছুটা দূরে চলে গিয়েছিলাম। ততক্ষণে লোকজন ছুটে আসে।

জানা গেছে, সমুদ্র সৈকতের নিরাপত্তা কর্মী ও অন্যান্য লোকজন তাদের উদ্ধার করেন। জনস বলেন, আমি এর আগেও বিদেশে সমুদ্রে বেড়াতে গিয়েছি। কিন্তু কখনই এ ধরণের বিপদের মুখে পড়িনি। পানি থেকে পাড়ে উঠে এসে আমি প্রায় অচেতন হয়ে পড়েছিলাম।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।