‘অত্যন্ত ভালোবেসে’ মৃত মাকে খেতে চান তিনি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭

মারা গেছেন মা। পুড়িয়েও দেয়া হয়েছে। আছে শুধু চিতাভস্ম। শোকে আকুল মেয়ে ডেবরা পারসন্স এখন দাবি তুলেছেন, মায়ের সেই চিতাভস্ম খাবেন। তার শোকের এই উদ্ভট বহিঃপ্রকাশ দেখে বিস্মিত না হয়ে কি পারা যায়!

ক্রিসমাসে সেই চিতাভস্ম খেতে চান ডেবরা। ৪১ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ডেবরা জানিয়েছেন, মায়ের খুব কাছাকাছি থাকতে চান তিনি। সে কারণেই মায়ের চিতাভস্ম খাবেন তিনি।

অবশ্য ইতোমধ্যে সেই চিতাভস্ম খাওয়া শুরুও করে দিয়েছেন তিনি। তার ধারণা, এভাবেই মায়ের কাছাকাছি যেতে পারবেন তিনি।

এর আগে প্রতি বছর মায়ের সঙ্গে ক্রিসমাস পালন করতেন তিনি। এ বছরই প্রথম তিনি মায়ের সঙ্গ ছাড়া ক্রিসমাস কাটাবেন। মাকে প্রতি মুহূর্তে নিজের ভিতরে অনুভব করতে চান ডেবরা। মায়ের শ্বাস-প্রশ্বাসকে নিজের মধ্যে সক্রিয়ও দেখতে চান তিনি। সে কারণেই এই বিশেষ ‘ভোজের’ পরিকল্পনা।

গত মে মাসে ডেবরার মা ডোরিন ব্রাউন হঠাৎই অসুস্থ হয়ে মারা যান। অার নিজের পুত্রকে ১৯৯৬ সালে ডেবরা হারিয়েছেন। তার মা সে সময় ডেবরাকে সামলে রেখেছিলেন। মায়ের কারণেই পুত্রশোক ভুলতে পেরেছিলেন ডেবরা।

এখন মা-ও নেই। সেই শূন্যতাকে ভরাট করতে এই আজব ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। তার প্রেমিকও ডেবরার এই কাজকে সমর্থন করছেন।

ডেবরা জানিয়েছেন, চিতাভস্ম খেতে তার খারাপ লাগে না। ক্রিসমাস ডিনারে মায়ের ভস্মরূপকেই ডেসার্ট হিসেবে খেতে চান তিনি। আর তা নিয়ে মিডিয়াপাড়ায় চলছে— আপাতত এই শোরগোল পড়ে গিয়েছে গণমাধ্যমে।

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।