জেরুজালেম ঘোষণা : হাজার হাজার মানুষের বিক্ষোভ পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা বাতিলের দাবিতে পাকিস্তানের দুটি বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রোববার রাজধানী ইসলামাবাদসহ, করাচিতে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী করে ট্রাম্পের দেয়া ঘোষণার পর থেকেই বিশ্বের অন্যান্য দেশের ন্যায় পাকিস্তানেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ইসলামাবাদের বিক্ষোভ থেকে জেরুজালেম ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জেরুজালেম ঘোষণা পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানান বিক্ষোভকারীরা।

সূত্র : পিটিআই।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।