ফিলিপাইনে ভূমিধসে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কাই তাকের আঘাতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। কেন্দ্রীয় ফিলিপাইনের বিলিরান দ্বীপে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মাত্র একদিন আগেই ওই দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় আঘাত হানে। খবর এএফপি।

বিলিরানের প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্মকর্তা সোফরোনিও ডাসিলো জানিয়েছেন, বিলিরানের চারটি শহরে ভূমিধসের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আমরা মৃতদেহগুলো উদ্ধার করেছি।

পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর গেরারদো এসপিনা এবিএস এবং সিবিএন টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনিও নিহতের সংখ্যা ২৬ বলেই উল্লেখ করেছেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।