প্রবল বর্ষণে ঈশ্বরদীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১০ জুলাই ২০১৫

একটানা বর্ষণে ঈশ্বরদীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রথম শ্রেণির পৌরশহর হওয়া সত্ত্বেও এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে না ওঠায় বৃষ্টি হলেই বিভিন্ন আবাসিক এলাকায় পানি জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়।

শহরের প্রাণকেন্দ্র আমবাগান এলাকায় বাড়ির আঙিনা পর্যন্ত পানি জমে গেছে। ড্রেনের ময়লা ভেসে পানিতে মিশে দুর্গন্ধ ছড়িয়ে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে ওঠছে। পশ্চিমটেংরী, নুরমহল্লা, ফতেহ মোহাম্মদপুর, দরিনারিচা প্রভৃতি এলাকার অবস্থাও একই রকম।
 
পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি সম্পর্কে পৌরসভার প্রকৌশলী আব্দুল আওয়ালের কাছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, এসব ড্রেন অনেক আগে নির্মাণ করা হয়েছিল। এরপর অনেক বাড়ি-ঘর হয়েছে। ফলে নতুন ড্রেন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আসন্ন মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হলে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ হবে, তখন আর জলাবদ্ধতা হবে না।

এদিকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে নানাবিধ রোগে আক্রান্ত হতে পারে শিশুসহ সকল বয়সী মানুষ এ অভিমত ব্যক্ত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আতাউর রহমান।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।