আবারো যুক্তরাষ্ট্রে চীনা হ্যাকারের হামলা


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১০ জুলাই ২০১৫

সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ২ কোটি ১৫ লাখ কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার। ওই হ্যাকার চীনের বলে দাবি করছে মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দফতর বা ওপিএম। খবর আইআরআইবির।

ওপিএম জানায়, আমেরিকার সরকারি তথ্য ভাণ্ডারে সাইবার হামলা  চালিয়ে হ্যাকাররা  ওপিএম এবং স্বরাষ্ট্র দফতর থেকে এ বিপুল পরিমাণে তথ্য হাতিয়ে নিয়েছে।  বিলম্বিত মূল্যায়ন প্রতিবেদনে এ কথা স্বীকার করা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে মার্কিন সরকারের নানা তথ্য ভাণ্ডারে সাইবার হামলা চালিয়ে এ বিপুল পরিমাণে তথ্য হাতিয়ে নেয়া হয়।
 
এ ভাবে তথ্য হাতিয়ে নেয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে চাকরি প্রার্থী, মার্কিন সরকারি ঠিকাদার এবং তাদের মা-বাবা রয়েছে। তাদের মা-বাবার সংখ্যা ১৮ লাখ হবে বলে ওপিএম জানিয়েছে।

অবশ্য সাইবার হামলার কথা প্রথম প্রকাশ হওয়ার পর দেয়া বিবৃতিতে ৪০ লাখ সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া  হয়েছে বলে জানানো হয়েছিল। এখন তার চেয়ে প্রায় ছয় গুণ বেশি তথ্য খোয়া যাওয়ার কথা বলছে ওপিএম।
 
এদিকে, সাইবার হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন চীন বলে দাবি করেছিলেন, আমেরিকার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স’র প্রধান জেমস ক্ল্যাপার। সাইবার হামলার ঘটনা প্রকাশিত হওয়ার পর জুন মাসে প্রথম শীর্ষস্থানীয় কোনো মার্কিন কর্মকর্তা প্রকাশ্য চীনের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ করেন।
 
অবশ্য, এ অভিযোগকে স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছে চীন। দেশটি বলেছে, সাইবার হামলায় বেইজিংয়ের জড়িত থাকার কোনো ইঙ্গিত করা হলে তা হবে দায়িত্বজ্ঞানহীন এবং অবৈজ্ঞানিক।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।