গ্রিসের নতুন অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা
গ্রিসের ভেঙে পড়া অর্থনীতিকে টিকিয়ে রাখতে আরো অধিকতর অর্থ সহায়তা প্রয়োজন। তাই ইউরোপীয় অর্থ দাতাদের সহায়তা পাওয়ার আশায় গ্রিসের অর্থনৈতিক সংস্কার আনতে অবশেষে দেশটি নতুন একটি প্রস্তাব দিয়েছে। খবর বিবিসি।
অর্থ-দাতাদের সুপারিশ মতো কর বৃদ্ধি করা, পেনশন বিধিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে নতুন এই প্রস্তাবে।
গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস জানান, গ্রিস সরকার অর্থনৈতিক সংস্কারে সম্মত হয়েছে এবং এখন তৃতীয় বারের মতো অর্থ সহায়তা পাওয়ার ব্যাপারে আশা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইতোমধ্যেই রাজনৈতিক নেতারা সম্মত হয়েছেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্রস্তাব হস্তান্তর করা হবে।
ইউরো জোন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার শেষ হবার কিছু সময় আগে তারা গ্রিসের এই প্রস্তাব পেয়েছে এবং ইউরো জোনের অর্থমন্ত্রীরা এই প্রস্তাবটিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে।
গ্রিক প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস যে প্রস্তাব এনেছেন এটির উপরে আজ (শুক্রবার)সংসদে ভোটাভুটি হবে। এটি সংসদে পাশ হলে ইউরো জোনের নেতারা বিষয়টিকে বিবেচনা করবেন শনিবার।
এরপর রোববার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে গ্রিসের আনিত এই প্রস্তাবের ব্যাপারে।
এএইচ/এমএস