প্লুটো গ্রহে মানুষের হৃদয়ের আকৃতি!
বামন গ্রহ প্লুটোর একটি অংশ দেখতে অবিকল মানুষের হৃদয়ের মতো। আর তা ধরা পড়েছে নাসার নিউ হরাইজন স্পেস ক্র্যাফটের পাঠানো ছবিতে।
বুধবার এই গ্রহের কয়েকটি পরিষ্কার ছবি নাসার বিজ্ঞানীদের হাতে এসেছে। প্লুটো থেকে আট মিলিয়ন কিলোমিটার দূর থেকে এই ছবি তোলা হয়েছে।
১৪ জুলাই নিউ হরাইজন স্পেস ক্র্যাফট প্লুটোর আরও কাছে পৌঁছবে বলে নাসা সূত্রে জানা গেছে। প্লুটো আর নিউ হরাইজনের মধ্যে দূরত্ব থাকবে মাত্র ১০ হাজার কিলোমিটার। আর সেই দিনই এই ছবি আরও স্পষ্টভাবে ধরা পড়বে বলে বিজ্ঞানীদের আশা। এদিনের তুলনায় এই ছবির রেজোলিউশন ৫০০ গুন ভালো হবে বলেও তাদের ধারণা।
এসআরজে