অমলেন্দু মুখার্জী এমআরএ’র নতুন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ জুলাই ২০১৫

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জী মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

এমআরএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য অমলেন্দু মুখার্জী মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

গত ২৩ মার্চ এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারূল হকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অমলেন্দু মুখার্জী তার স্থলাভিষিক্ত হলেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।