গাজায় এক ইসরাইলি নিখোঁজ
ইসরাইলের এক বেসামরিক ব্যক্তি ফিলিস্তিনি ভূখণ্ডে নিখোঁজ হয়েছেন। তিনি ১০ মাস আগে অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ইসরাইলি গণমাধ্যমে একথা বলা হয়েছে।
হারেৎজ পত্রিকা জানায়, ইথিওপীয় বংশোদ্ভুত ইসরাইলি নাগরিক আবেরা মেঙ্গিসতু (২৮) ২০১৪ সালের সেপ্টেম্বরে সীমান্ত অতিক্রম করে ফিলিস্তিনে প্রবেশ করেন।
ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানায়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে।
পত্রিকাটি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, মেঙ্গিসতুর ভাগ্যে কি ঘটেছে বা সে কোথায় আছে সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরাইল ও হামাস কোনো মন্তব্য করেনি।
একে/আরআইপি