মাঝ আকাশে সহযাত্রীদের পিটিয়ে কামড়িয়ে যাত্রীর তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭

লস অ্যাঞ্জেলস থেকে নিউইয়র্কে যাচ্ছিল বিমানটি। তবে নিউইয়র্কে না গিয়ে অনেকটা নিরুপায় হয়ে লাস ভেগাসে অবতরণ করতে হয় বিমানটিকে। কিন্তু কেন? জানলে অবাক হয়ে যাবেন।

জানা গেছে, লস অ্যাঞ্জেলস থেকে বিমানটি ছেড়ে যখন নিউইয়র্কের পথে উড়াল দেয়, তখন আচমকাই এক যাত্রীর কীর্তিতে ভয়ে জড়োসড়ো হয়ে যান অন্য যাত্রীরা।

ওই বিমানের একজন যাত্রী অন্যদের কিল, চড়, ঘুষি মারতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি কামড়াতেও শুরু করেন সহযাত্রীদের। তার ওই কীর্তি দেখার পর পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে।

ওই ব্যক্তি ঠিক কী কারণে সহযাত্রীদের মারধর শুরু করেন এবং কামড়ানোর চেষ্টা করেন সে ব্যাপারে জানার জন্য বিমানে থাকা চিকিৎসককেও ডেকে নিয়ে আসা হয়।

কিন্তু, শারীরিক পরীক্ষার সময় ওই ব্যক্তি সুযোগ পেলেই অন্যদের আঁচড়াতে শুরু করেন। তাকে থামানোর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত বিমানটি জরুরি অবতরণ করানো হয় লাস ভেগাসে।

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।