তিন তালাকে তিন বছরের শাস্তি
তিন তালাক বিরোধী বিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। শুক্রবার ‘মুসলিম নারী বিবাহ অধিকার রক্ষা’ শীর্ষক বিল অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তিন তালাক বিরোধী বিল হিসেবেই পরিচিত এই বিল।
ইসলাম ধর্মে প্রচলিত আছে, বিবাহিত মুসলিম পুরুষরা ‘তালাক’ শব্দটি তিন বার উচ্চারণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিবাহ বিচ্ছেদ করতে পারেন। এটা তালাকের একটি প্রকার। বিশ্বের বহু দেশে আইন করে এটি নিষিদ্ধ করা হলেও, ভারতে এই প্রথা প্রচলিত আছে।
চলতি বছরের অাগস্টে এই তালাক-এ-বিদ্দাতকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও হোয়াটসঅ্যাপে, এসএমএসের মাধ্যমে তালাক দেয়ার অভিযোগ সামনে আসে। এরপরই আইন করে এই প্রথা নিষিদ্ধ করার জন্য কেন্দ্রকে সুপারিশ করে শীর্ষ আদালত।
নতুন আইনে তিন তালাকের ক্ষেত্রে খোরপোষ দাবি করতে পারবেন মুসলিম নারীরা। কেন্দ্রীয় সরকার আশা করছে, চলতি শীতের অধিবেশনেই বিলটি পাস হয়ে যাবে।
বিল পাস হয়ে গেলেই তিন তালাক আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে দোষ প্রমাণ হলে অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড হতে পারে।
সূত্র : এনডিটিভি
কেএ/এমএস