জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেয়ার আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭

পবিত্র ভূমি জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মুসলিম রাষ্ট্রের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইসলামি সহযোগিতা সংস্থার এক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি একেবারে অগ্রহণযোগ্য এবং অকার্যকর।

এরদোয়ান অভিযোগ করে বলেন, ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস বলেন, শান্তি প্রক্রিয়ায় ভূমিকা পালনের ব্যাপারে যুক্তরাষ্ট্র নিজে থেকেই অযোগ্য হয়ে পড়েছে।

তিনি আরও জানান, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো রকম ভূমিকা আমরা গ্রহণ করবো না। তারা ইতোমধ্যেই প্রমাণ করেছে, ইসরায়েলের পক্ষপাতিত্ব করার বিষয়টি।

এদিকে ট্রাম্পের ইসরায়েলি রাজধানী ঘোষণার জবাবে পাল্টা হিসেবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বুধবার ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ দেশের প্রতিনিধিদের জরুরি ইসলামিক সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পূর্ণাঙ্গ সম্মেলন শুরুর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘প্রথমত, ফিলিস্তিন রাষ্ট্রকে অবশ্যই অন্যান্য সব দেশের স্বীকৃতি দিতে হবে। এটার জন্য আমাদের সবাইকে একত্রে লড়াই করতে হবে।’

প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বিশ্বকে সীমাহীন আগুনে ফেলবে।

ট্রাম্পের সিদ্ধান্তের যৌথ জবাব দিতে তুরস্ক ওআইসির ৫৭ দেশের প্রতিনিধিদের জরুরি বৈঠক বসার আমন্ত্রণ জানিয়েছে। বুধবার ইস্তাম্বুলে এর উদ্বোধন করা হয়েছে।

সূত্র : বিবিসি

কেএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।