৪০ লাখ ছাড়িয়েছে সিরিয় শরণার্থীর সংখ্যা


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৯ জুলাই ২০১৫

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পার্শ্ববর্তী তিনটি দেশে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সহিংস পরিস্থিতি থেকে পালিয়ে দেশটির অধিকাংশ নাগরিক আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ জর্ডান, লেবানন এবং তুরস্কে। এছাড়া ইরাকে নতুন করে সহিংসতা শুরু হওয়া সত্ত্বেও কিছু মানুষ সেখানেও আশ্রয় নিয়েছে।

শরণার্থী সংস্থাটির মতে, সিরিয়ার অভ্যন্তরেই ৭০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত কয়েক দশকে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট বলে জানিয়েছে সংস্থাটি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।