মিউজিক ভিডিওতে কলা, গায়িকার দুই বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭

গানের ভিডিওতে অন্তর্বাস পরে কলা খাওয়ার দৃশ্যে হাজির হওয়ার অভিযোগে একজন গায়িকার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। সায়মা আহমেদ নামের ২৫ বছর বয়সী ওই অভিনেত্রী সায়মা নামেই পরিচিত।

অভিযোগ ওঠার পর গত মাসেই গ্রেফতার করা হয় সায়মাকে। তার বিরুদ্ধে অভিযোগ, অর্ধনগ্ন হয়ে গানের ভিডিওতে হাজির হয়ে কলা খাওয়ার মাধ্যমে দর্শক-শ্রোতাকে যৌন সুড়সুড়ি দিয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যৌন উত্তেজক আচরণ এবং অশালীন চলচ্চিত্র প্রদর্শনের দায়ে মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

ওই গানের পরিচালককেও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে গ্রেফতারের আগেই সায়মা তার ফেসবুক পেজে লেখেন তিনি অনুচিত কিছু করেননি।

তিনি আরও লেখেন, আমি ভাবতেই পারিনি এরকম কিছু ঘটবে। আমি ভাবতেই পারিনি সবাই এভাবে আমাকে আক্রমণ করবে। তবে বর্তমানে সায়মার ওই লেখা মুছে দেয়া হয়েছে।

গত বছর মিসরের একটি আদালত তিনজন নারী ড্যান্সারকে ছয় মাসের কারাদণ্ড দেন। তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল, গানের ভিডিওতে অশালীন আচরণের।

সূত্র : বিবিসি

কেএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।