৪০ হাজার সৈন্য ছাঁটাই করছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৮ জুলাই ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্র ৪০ হাজার সৈন্য ছাঁটাই করতে যাচ্ছে। বুধবার ইউএস আর্মির একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

আগামী দুই বছরের মধ্যে এই সংখ্যক সৈন্য কমিয়ে ফেলা হবে। সেইসঙ্গে আর্মির সঙ্গে সংশ্লিষ্ট আরো ১৭ হাজার বেসামরিক চাকুরিজীবীও তাদের চাকরি হারাবেন বলে জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীতে ক্রমশ হ্রাস পেতে থাকা বাজেটের সঙ্গে তাল মেলাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত দশ অর্থবছরে ইউএস আর্মিতে বাজেট কমেছে ৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।

২০১২ সালে যুদ্ধপরিস্থিতির সময় মার্কিন সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল ৫ লাখ ৭০ হাজার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সালের মধ্যে এ সংখ্যা কমিয়ে ৪ লাখ ৫০ হাজারে আনা হবে।

ওবামা প্রশাসনের এই ছাঁটাই সিদ্ধান্তে আতঙ্কের মধ্যে পড়েছেন সৈন্যরা। ধারণা করা হচ্ছে, এই সৈন্যদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হাজার হাজার পরিবার দারুণ অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।