নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ


প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৮ জুলাই ২০১৫

যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ করল বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেট নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ৷ বুধবার সকালেই যান্ত্রিক গোলযোগের কারণে লেনদেন বন্ধ করা হয়েছে বলে নিজেদের ওয়েবসাটের মারফৎ জানিয়েছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ৷ তবে আমেরিকার অন্যান্য স্টক এক্সচেঞ্জ চালু রয়েছে৷

উল্লেখ্য, এর আগেও যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে, তবে এবারের মতো লেনদন বন্ধ করা হয়নি৷ যদিও এই গোলযোগের পিছনে কোনও হ্যাকিং সংক্রান্ত বিষয় বা ষড়যন্ত্র নেই বলেই জানিয়েছে হোমল্যান্ড সিক্যুউরিটি দফতর৷

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এক প্রতিনিধি জানিয়েছেন, এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করছেন তারা৷ সমস্যার সমাধান হলেই স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু করা হবে৷ বিষয়টি জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও৷

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।