ফের কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭

ইরানের কিরমান প্রদেশে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে। হেজদাক থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়ে কেরমান প্রদেশ নাড়িয়ে দেয়। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা কোনো রকম ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইরানের স্থানীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরাও তেমন কিছু জানাননি।

চলতি বছরের ১২ নভেম্বর সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরাক-ইরানের সীমান্তবর্তী অঞ্চল। কুয়েত, কাতার, টার্কি, লেবানন এবং ইসরায়েলও কেঁপে উঠেছিল সে সময়।

পাঁচশ ৩০ জন নিহত এবং আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সে সময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছিলেন।

২০০৩ সালে ইরানের বাম প্রদেশে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গিয়েছিল সেই জায়গা।

সূত্র : ইনডিপেনডেন্ট

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।