পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় নিহত ১১


প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৬ জুলাই ২০১৪

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্যারাশুটার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। প্যারাশ্যুট ক্লাবের সদস্যদের বহনকারী বিমানটির ১২ যাত্রীর মধ্যে কেবল একজনই বেঁচে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তবে গুরুতর আহত হয়েছেন তিনি।

চেজতোচোওয়া শহরের কাছের রুডনিকি বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই পিপার নাভাজো মডেলের হাল্কা বিমানটিতে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় বলে শনিবার জানান অগ্নিনির্বাপণ কর্মীরা।

প্যারাশ্যুট ক্লাবের ১১ জন ও একজন পাইলটকে বহনকারী বিমানটি ছত্রীসেনাদের প্রশিক্ষণের জন্য যাচ্ছিল বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ দলের জাতীয় মুখপাত্র পাওয়েল ফ্রাটজ্যাক।

বিমানটি বিধ্বস্ত হয়ে টপোলো গ্রামের একটি ফল বাগানে পড়ে। তবে এ দুর্ঘটনায় ওই এলাকার ভূমিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি বলেও জানিয়েছেন ফ্রাটজ্যাক।

বিমানটি আকাশ থেকে পড়তে শুরু করার আগে বিকট শব্দ হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ছোট বিমানটি অতিরিক্ত যাত্রী বহন করেছিল বলে ধারণা করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।

বিধ্বস্ত হওয়া বিমানটি রুডনিকির ছোট বিমানবন্দর ভিত্তিক একটি বেসরকারি প্যারাশুটিং স্কুলের।বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ দুর্ঘটনাকে অনেক বছরের মধ্যে পোল্যান্ডের সবচেয়ে মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সূত্র: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।