দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া মার্কিন সৈন্যের লাশ উদ্ধার
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপ থেকে ৩৬ জন মার্কিন মেরিন সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে। রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হওয়ার ৭০ বছরের বেশি সময় পর তাদের লাশ উদ্ধার করা হলো। উদ্ধার দলের এক সদস্য একথা জানান।
মার্কিন দাতব্য প্রতিষ্ঠান হিস্ট্রি ফ্লাইট ইঙ্কের পরিচালক মার্ক নোয়াহ রেডিও নিউজিল্যান্ডকে বলেন, কিরিবাতির বেতিও দ্বীপে চার মাসের খনন শেষে এদের লাশ পাওয়া যায়।
নোয়াহ জানান, ১৯৪৩ সালে তারাওয়া যুদ্ধে এসব মার্কিন মেরিন সৈন্য নিহত হয়। প্রতিষ্ঠানটি এ প্রকল্প নিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতরের সাথে কাজ করছে।
মার্ক নোয়াহ বলেন, তারা আশা করেছিল দেশ রক্ষার দায়িত্ব পালনকালে মারা গেলে তাদের দেশে আনা হবে। ৭০ বছর আগেই এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। আমরা মনে করি এ প্রতিশ্রুতি রাখা উচিত।
এসএইচএস/এমআরআই