ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন এক নারী। বে রক গ্রুপের সাবেক রিসিপশনিস্ট ব্যাসেল ক্রুক এ অভিযোগ এনেছেন।

সোমবার এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ২০০৫ সালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে তাকে চুমু দেন ট্রাম্প।

তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, এ ধরনের আচরণ আমাদের সমাজে বিরল নয়। সবাই কমবেশি এ ধরনের পরিস্থিতির শিকার। তবে এ কারণে আমি এখানে এসেছি যে, অভিযুক্ত ব্যক্তি এখন আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট।

এ নিয়ে কমপক্ষে ১৩ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ আনলেন। তবে সব অভিযোগই ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ঘটনা।

সূত্র : সিএনএন

ওআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।