পরীক্ষার জন্য পুনরায় কোকেনের আলামত সংগ্রহ


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৮ জুলাই ২০১৫

পরীক্ষার জন্য পুনরায় কোকেনের আলামত সংগ্রহ করেছে মামলার তদন্ত কর্মকর্তা। নগর গোয়েন্দা পুলশের সহকারী কমিশনার(উত্তর) মো. কামরুজ্জামান বুধবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ৭০টি ড্রামের আলামত সংগ্রহ করেন।

আদালতের নির্দেশে তার সঙ্গে ছিলেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান। এছাড়া বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দা অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিও ছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনা সংগ্রহ করছি। রাতের মধ্যে আদালতে নমুনা জমা দিতে পারব।
এর আগে সোমবার (৬ জুলাই) প্রথম দফা আলামত সংগ্রহে গিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের অসহযোগিতায় তাকে ফেরত আসতে হয়। তিনি বিষয়টি লিখিতভাবে আদালতকে জানান।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।