সিরিয়া থেকে সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

সিরিয়া থেকে নিজেদের সৈন্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিতে সফরে গিয়ে এ ধরনের নির্দেশনা দেন তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলা হয়, সোমবার সকালে লতাকিয়ার দক্ষিণ-পূর্ব এলাকার বিমান ঘাঁটিতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা নভোস্তি বলছে, ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে। সে কারণে সেনাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সিরিয়া থেকে মিসরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মিসরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে পুতিনের সাক্ষাতের কথা রয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধে প্রধান মিত্র রাশিয়া। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পেরে না উঠে সরকারিভাবে রাশিয়ার কাছে সেনাবাহিনীর সাহায্য চেয়েছিল সিরিয়া। সেই ডাকে সাড়া দিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আসাদ সরকারকে সহযোগিতা করে অাসছিল রাশিয়া।

ইতোমধ্যেই সিরিয়া জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়েছে। এবারে সেখান থেকে সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হল।

সূত্র : আল জাজিরা

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।