শাহজালাল থেকে অবৈধ মেডিকেল সরঞ্জাম জব্দ


প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে ব্যবহৃত ‘এনজিওগ্রাফিক স্টেন্ট সিস্টেম’ নামে ৯৮টি স্টেন্ট (সরঞ্জাম) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার দুপুরে বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে এ সব জব্দ করা হয়।
 
উদ্ধারকৃত স্টেন্টের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এগুলো হার্টের ব্লক সনাক্তের কাজে ব্যবহার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, জেট এয়ারওয়েজের মাধ্যমে ওরিয়েন্ট এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ২১ জুন ভারত থেকে এগুলো আমদানি করে।

তবে এসব আমদানির জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি বাধ্যতামূলক হলেও প্রতিষ্ঠানটি কোন অনুমতি নেয়নি বলে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
 
এআর/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।