গার্দিওলাকে ব্রাজিলের ‘না’


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৮ জুলাই ২০১৫

বিশ্বকাপের ২০তম আসরের আয়োজক হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর ঐ আসরে দলটির কোচ হতে চেয়েছিলেন বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গার্দিওলা। কিন্তু বার্সেলোনার সাবেক ওই কোচকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিরিয়ে দিয়েছিল বলে দাবী করেছে ব্রাজিল ও বার্সা তারকা দানি আলভেজ।

ব্রাজিলের জনপ্রিয় গণমাধ্যম বোলা দ্য ভেজকে দেওয়া এক সাক্ষাতকারে আলভেজ এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্বকাপের পূর্বে পেপ ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন। কিন্তু তারা এ ব্যপারে ততটা মনযোগী ছিল না। আমাদেরকে বিশ্বসেরা করার জন্য পেপ নিজের পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তা বিবেচনা করেনি।’

স্প্যানিশ এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করায় উচ্ছ্বসিত ছিলেন আলভেজ। কিন্তু সিবিএফ অস্বীকার করায় বেশ হতাশ হন বার্সেলোনা এই তারকা।

সিবিএফ কর্তাব্যক্তিদের সমালোচনা করে আলভেজ বলেন, ‘ব্রাজিলের মানুষের পছন্দের অজুহাত দিয়ে তারা পেপকে অস্বীকার করে। পেপ বিশ্বের সেরা একজন কোচ। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি ফুটবলে বিপ্লব সৃষ্টি করেছেন। আর পেপকে পেতে আমাদের খুব বেশি খরচও করতে হত না। সে নিজে থেকেই দলের কোচ হতে আগ্রহী ছিলেন’।

উল্লেখ্য, বিশ্বকাপের ব্যর্থতার পর লুইস স্কলারির স্থলাভিষিক্ত হয়েছেন কার্লোস দুঙ্গা। কিন্তু তার অধীনেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় ভালো করতে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।