ভাইরাল হলো শিশুকে জোর করে মদ খাওয়ানোর ভিডিও (ভিডিও)


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৭ জুলাই ২০১৫

মাত্র চার বছরের একটি শিশুকে মদ খাওয়ানো হচ্ছে। সে খেতে না চাইলেও জোর করে খাইয়ে মজা দেখছে কয়েকজন প্রাপ্তবয়স্ক। এই ঘটনার ভিডিও-ই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এলে দ্রুত তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

ভারতের তামিলনাড়ুর একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। ইউটিউবে আপলোড করা একটি ৯০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, ওই শিশুর এক আত্মীয় জোর করে তাকে মদ খাওয়াচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ৫-৬ জন মিলে একটি প্লাস্টিকের গ্লাসে মদ ঢেলে দিচ্ছে। এরপর শিশুটির দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। শিশুটি কিছুটা খাওয়ার পর ছুঁড়ে ফেলে দেয় গ্লাসটি।

এদিকে, ভিডিওটি এভাবে ছড়িয়ে পড়তেই চরম সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই পুলিশ তদন্ত শুরু করে। শেষপর্যন্ত দু’জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।