জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনে আটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে আটক হয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশিভিলি। মাত্র একদিন আগেই পুলিশ ভ্যান থেকে তাকে ছিনিয়ে নিয়েছিলেন সমর্থকরা।

সাকাশিভিলির ফেসবুক পেজ থেকে প্রথমে তার আটক হওয়ার বিষয়টি জানানো হয়। পরে অবশ্য ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল খবরের সতত্য নিশ্চিত করেছেন।

সাকাশিভিলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সংশ্লিষ্ট একটি অপরাধী চক্রের কাছ থেকে অর্থ নিয়েছেন তিনি।

মঙ্গলবার কিয়েভে বাসা থেকে গ্রেফতার হন তিনি। পরে তার সমর্থকরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। মুক্ত হওয়ার পর তিনি একসময়কার মিত্র ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে অভিশংসনের জন্য জনগণের কাছে আহ্বান জানান।

পোরোশেঙ্কোর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাকাশিভিলি।

ইউক্রেনে যাওয়ার আগে ১০ বছর জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে করেছেন তিনি।

সূত্র: বিবিসি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।