সৌদিতে প্রথম কনসার্টে গাইলেন কোনো নারী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

ইতিহাস গড়লেন লেবানিজ শিল্পী হিবা তাওয়াজি। সৌদি আরবের ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে কনসার্টে গান গেয়েছেন তিনি।

বুধবারের এই আয়োজনের সঙ্গী হয়েছিলেন দেশটির হাজোরো তরুণী। হিবার কণ্ঠে গাওয়া হোয়াইটনি হাউসটন এবং সেলিনা ডিওনের মতো শিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে চুল ঝাঁকিয়ে নেচে তালও মিলিয়েছিলেন তারা।

সমবেত তরুণীদের উদ্দেশে কনসার্টের এক পর্যায়ে হিবা বলেন, ‘নারী ক্ষমতা।’

হিবাকে স্বাগত জানানোর সময় উপস্থাপক বলেন, ‘সৌদি আরবের জন্য এটা অত্যন্ত গর্বের একটা সময়। সৌদি আরবে কোনো কনসার্টে এই প্রথম কোনো নারী গাইছেন, প্রত্যেক নারীর উচিৎ এর প্রশংসা করা।’

সৌদি আরবকে ‘আধুনিকায়ন ‘ ও পুনর্গঠনের যে চেষ্টা যুবরাজ মোহাম্মদ বিন সালমান করছেন, এ কনসার্টকে তারই আরেকটি প্রমাণ হিসেবে মেনে করা হচ্ছে।

গেল জুনে ক্ষমতা পাওয়ার পর থেকে সৌদি নানা ধরনের পরিবর্তনে আনছেন মোহাম্মদ বিন সালমান। সেপ্টেম্বরে তিনি এ ঘোষণাও দেন যে, শিগগিরই সৌদিতে গাড়ি চালানোর অনুমতি পাবেন নারীরা।

সৌদির এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, এটা ভালো খবর যে, শেষ পর্যন্ত নারীদের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে।

সূত্র : নিউজউইক।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।