দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারালো বাংলাদেশ


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৭ জুলাই ২০১৫

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ২৯ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ডারবানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩০ ওভার করে খেলা হয়।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার যুবারা। ৩০ ওভারে বাংলাদেশ অ-১৯ পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৫৭ রান করেন।

৬৩ বলে ৮টি চার দিয়ে তিনি এই ইনিংস সাজান। এছাড়া জাকির হাসান ৩৩ এবং সাইফ হাসান ২৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার গালিয়েম ২৮ রানে দুইটি উইকেট পান।

১৫৮ রানে লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা অ-১৯ দল নির্ধারিত ৩০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। আকিল ইব্রাহীম সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মুলডার করেন ২৫ রান।

বাংলাদেশের মুসাব্বেক হোসেন ১৯ রানে এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩৩ রানে তিনটি করে উইকেট নেন। এছাড়া রিফাত প্রধান দুটি উইকেট নেন।

আরটি/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।