রাবি সাংবাদিকদের সাথে উপাচার্যের মতবিনিময়


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৭ জুলাই ২০১৫

রাজশাহী বিশ্ববিদালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় একটি স্বয়ংসম্পূর্ণ কমিউনিটিতে পরিণত হয়েছে। শিক্ষা ও প্রাযুক্তিক দিক দিয়েও উন্নতি করছে।

সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, মিডিয়া বলতে আমাদের মাঝে যে নেতিবাচক ধারণা আছে তা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সামগ্রিক উন্নতির জন্য জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, একজন প্রতিনিধি হিসেবে সাংবাদিককে অবশ্যই তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি এম এ সাঈদ শুভ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সভাপতি শামীম রাহমান, সাধারণ সম্পাদক মো. রমজান আলীসহ রাবিতে কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।