টপ অর্ডারদের বিদায়ে চাপে বাংলাদেশ
টপ অর্ডারদের দ্রুত বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারের পর একে একে দ্রুত সাজঘরে ফিরেন সাকিব, সাব্বির, মুশফিক ও নাসির।
তবে তামিম ও সৌম্যর ব্যাটে ভালো সূচনা পেয়েছিল বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে ৪৬ রান করেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম টি২০ ম্যাচে অতিরিক্ত আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচে দেখে শুনে খেলা শুরু করে টাইগাররা। অভিষিক্ত এডি লী নিয়েছেন ৩ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ছয় উইকেট হারিয়ে ৮২ রান। লিটন দাস ১ রান নিয়ে ব্যাট করছে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন রনি তালুকদার।
এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি ককের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে নাসির ২৬ রানে দুইটি উইকেট পান। এছাড়া সানি এবং মুস্তাফিজুর একটি করে উইকেট নেন।
আরটি/এমআর/আরআই