দ্বিতীয় দফায় ভোট দিচ্ছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

আঠারো বছর পর দ্বিতীয় দফায় সাধারণ নির্বাচনের ভোট দিচ্ছে নেপালের জনগণ। এর আগে ২৬ নভেম্বর প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। গৃহযুদ্ধ শেষে, রাজতন্ত্র অবসানের এক দশক পর প্রথমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।

বৃহস্পতিবার ৪৫টি জেলার দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে। দেড় কোটির বেশি ভোটার নির্বাচনে ২৭৫ জন সাংসদের পাশাপাশি ৭টি আলাদা প্রদেশে প্রাদেশিক সংসদের প্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হয়েছে এবং বিকাল ৫টা পর্যন্ত চলবে। এর আগে বাকি ৩২টি জেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ২০০৮ ও ২০১৩ সালে সাংবিধানিক পরিষদের ভোট দিয়েছিল নেপাল। কয়েক বছরের টানাপোড়েন ও বিতর্কের পর ওই সাংবিধানিক পরিষদেই নতুন সংবিধান অনুমোদিত হয় এবং এর অধীনেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আদিবাসী জানাযাতিস, মাধেসিস, থারুস, মুসলিম এবং দলিত সম্প্রদায়ের নারী-পুরুষরা ভোটে অংশ নিয়েছেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।