টেকনাফে ইয়াবাসহ ২ যুবক আটক


প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৭ জুলাই ২০১৫

টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়কে একটি টমটমে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে হাসান আহমদ (৩০) এবং পশ্চিম সিকদারপাড়ার নূর আহমদের ছেলে মুহাম্মদ রুবেল (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উত্তরে মহাসড়কে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী টমটমে তল্লাশি চালায়। এসময় যাত্রী বেশে থাকা দু’জনের কাছ থেকে তিনটি পেয়াঁজ জব্দ করা হয়। সে পেয়াঁজে অভিনব কায়দায় লুকানো ইয়াবা বের করে বহনকারীদের আটক করা হয়। স্থানীয় লোকজনের সামনে তিনটি পেয়াঁজ থেকে বের করা ইয়াবা গণনা করে ১ হাজার ৮৫০ পিস পাওয়া যায়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।