২শ টাকায় ৮ মাসের শিশু বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

অভাবের জেরে মাত্র ২শ টাকায় ৮ মাসের কন্যা সন্তানকে বিক্রি করে দিলেন বাবা। ভারতের ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমায় ওই ঘটনা ঘটেছে। খবর এবিপি আনন্দ।

অভাব-অনটনের কারণে পরিবার নিয়ে দুর্দশায় দিন কাটাচ্ছিল পরিবারটি। অন্য সদস্যদের মুখে খাবার তুলে দিতেই সন্তানকে বিক্রি করেছেন বলে জানিয়েছেন শিশুটির বাবা।

বিজ্ঞাপন

কর্না দেববর্মার নামে ওই ব্যক্তির অভিযোগ, বারবার প্রশাসনের কাছে বিপিএল কার্ড চেয়েও পাননি। এ নিয়ে ত্রিপুরায় চলতি বছরে সন্তান বিক্রির তৃতীয় ঘটনা এটি।

এদিকে, ত্রিপুরার পশ্চিমাঞ্চলীয় দালাই জেলায় এক নারী তার অসুস্থ স্বামীর ওষুধ কেনার জন্য তার ছেলে সন্তানকে বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। স্বামীর চিকিৎসা খরচ যোগাতে ৫ হাজার টাকার বিনিময়ে ওই নারী তার সন্তানকে বিক্রি করে দিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।