রাত পোহালেই শহিদ-মীরার বিয়ে


প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৬ জুলাই ২০১৫

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে আর ব্যাচেলর বলা যাবে না তাকে। ইতিমধ্যে সোমবার ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে তার বিয়ের সঙ্গীত এবং মেহেদি অনুষ্ঠান। মঙ্গলবার হরিয়ানার গুরগাঁওতে মীরা রাজপুতের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হবেন এই বলিউড তারকা। তিনি শহিদ কাপুর।

কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল শহিদ-মীরার বিয়ের কার্ড। সেখানে শহিদের বাবা পঙ্কজ কাপুর ও দুই মা নীলিমা আজিম এবং সুপ্রিয়া পাঠকের নাম উল্লেখ ছিল। আর কোনো উপহার না আনার অনুরোধও করেছেন শহিদের পরিবার। আমন্ত্রণ পত্রের সঙ্গে তারা নিমন্ত্রিতদের জন্য উপহারও পাঠিয়েছিলেন।

ফিরোজা এবং সাদার মিশেলে তৈরি এই কার্ডের নেপথ্যে আছেন ডিজাইনার রভিস কাপুর। তার কথায়, সব কৃতিত্বই শহিদের। কারণ গোটা আইডিয়াটাই ওর। রঙের ব্যাপারে প্রথম থেকেই ওর পছন্দ একদম আলাদা।

কার্ড খুললেই চায়ের গন্ধ পাবেন নিমন্ত্রিতরা। কারণ শাহিদের বাবা পঙ্কজ কাপুর দারুণ চা ভালোবাসেন। সেকথা মনে রেখেই চা এবং মধুর মিশ্রিত গন্ধ এভাবে ব্যবহার করেছেন রভিস। এর আগে হৃতিক রোশন এবং শিল্পা শেঠির বিয়ের কার্ডও ডিজাইন করেছিলেন তিনি।

প্রায় ৫০০ অতিথির সমাগম হবে এই বিয়েতে। বিয়ের পর ১২ জুলাই বলিউডের জন্য মুম্বাইতে হবে গ্র্যান্ড রিসেপশন। জানা গেছে, বিয়ের মেনু নিরামিষ হবে। তবে হানিমুন কোথায় হবে তা এখনো জানাননি এই জুটি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।