নারায়ণগঞ্জে গার্মেন্টস মালিকদের হুশিয়ার করলেন সেলিম ওসমান
নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের অনুরোধ জানিয়েছেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
তিনি বলেছেন, ব্যবসা হোক বা না হোক, প্রয়োজনে বউয়ে গহনা বিক্রি করে হলেও ঈদের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা বেতন বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় কোনো মালিক যদি বেতন বোনাস পরিশোধ না করার কারণে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে ওই কাখানাটিকে বিকেএমইএ এর সদস্য পদ থেকে বাতিল করা হবে। যদি কোনো শ্রমিক নেতা কারখানার ভেতরে প্রবেশ করে মালিকপক্ষের সাথে আলোচনায় বসেন তাহলে ওই নেতাকেও নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের সম্মেলন কক্ষে বিকেএমইএ নেতৃবৃন্দ ও মালিকবৃন্দ এবং শিল্প পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় সেলিম ওসমান এ সিদ্ধান্তের কথা জানান।
সেলিম ওসমান আরো বলেছেন, কোনো ধরনের কোনো অভিযোগ থাকলে বিকেএমইএ কে লিখিতভাবে জানাবেন বিকেএমইএ এর কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সকল মালিকদের জানানো হয়েছিল। কিন্তু, যারা আসেননি পরবর্তীতে কোনো সমস্যা হলে তাদেরকে আজকের সিদ্ধান্তই মেনে নিতে হবে। হয়তো উনারা সঠিক সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবে তাই আসার প্রয়োজন মনে করেননি। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে উনারা সঠিক সময়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, আপনারা এমন কিছু লিখবেন না যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেউ দিলেন ৭৪টি গার্মেন্টে বেতন বোনাস নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। তখন কিন্তু একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমাদেরকে সবগুলো কারখানা খুঁজে খুঁজে ওই ৭৪টি কারখানা খুঁজে বের করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মাত্র দুই চারটিতে সমস্যা খুঁজে পাওয়া যায়। বাকি সব ঠিক আছে। আপনাদের যদি লিখতে হয় তাহলে সঠিক তথ্য দিয়ে নাম ঠিকানা উল্লেখ করে লিখবেন। আপনারা আপনাদের সঠিক কাজটি করবেন। তাহলে আমাদেরও সঠিক দায়িত্ব পালন করতে সমস্যা হবে না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, বিকেএমইএ সহ সভাপতি এম এ হাতেম বর্তমান, সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, পরিচালক মজিবুর রহমান, শামীম আহম্মেদ, হুমায়ন কবির খান শিল্পী, সচিব সুলভ চৌধুরী, শিল্প পুলিশের পুলিশ সুপার শামিমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) জহির, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস কাউসার আহম্মেদ পলাশ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গোলক, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নূরে আলম, আবু সুফিয়ান, মাজাহারুল প্রমুখ।
শাহাদাৎ হোসেন/এমএএস/আরআইপি