পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ জুলাই ২০১৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক মার্কেটে বোমা বিস্ফোরণে একজন নিহত ও আটজন আহত হয়েছে।

পুলিশ জানায়, কোয়েটা নগরীর মধ্যাঞ্চলে বাচ খান স্কয়ারের মার্কেটে ব্যস্ততম সময় রোববার বোমাটি বিস্ফোরিত হয়।

কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। প্রদেশটিতে দীর্ঘমেয়াদী জাতীয়তাবাদী বিদ্রোহ চলে আসছে। বিদ্রোহীরা তেল, গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশটির আরো বেশি নিয়ন্ত্রণ পেতে চায়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা আব্দুল রাজ্জাক চিমা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় একজন নিহত ও আট জন আহত হয়েছে। পুলিশ বোমাটির ধরণ সম্পর্কে জানতে তদন্ত চালাচ্ছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কোয়েটার অপর এক পুলিশ কর্মকর্তা এই বিস্ফোরণ ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই স্থানের কাছে বেশ কয়েকজন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য ছিলেন। সৌভাগ্যক্রমে তারা সকলেই অক্ষত আছেন। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।