আত্মসাতের টাকা ফেরত পেতে গ্রাহকদের বিক্ষোভ


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৬ জুলাই ২০১৫

আত্মসাতের টাকা ফেরত পেতে বিক্ষোভ করেছেন কমার্স ব্যাংক খাতুন গঞ্জ শাখার গ্রাহকরা। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও ৩ মাসেও ফেরত না পাওয়া উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। সোমবার সকাল থেকে প্রতারিত গ্রাহকরা ব্যাংকটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘আত্মসাতকৃত টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও দীর্ঘ ৩ মাস পরও টাকা দেয়া হয়নি। অবিলম্বে গ্রাহকদের টাকা ফেরত না দিলে যে কোন ধরণের পরিস্থিতির দায়ভার ব্যাংকেই নিতে হবে।’

এসময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘২৩ জুলাইয়ের মধ্যে সবার টাকা ফেরত দেয়া হবে।’ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘গত মার্চ মাসের শেষের দিকে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার সেকেন্ড অফিসার মঈন উদ্দিন আহমদ গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাত করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি দুদক তদন্ত করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা সোমবার সকালে ব্যাংকের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।