ইউরোপে ব্যস্ত সময় পার করছেন সমবায় প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১২:১০ পিএম, ০৬ জুলাই ২০১৫

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের এক সরকারি প্রতিনিধিদল দশ দিনব্যাপী ইউরোপের জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড সফর করছেন। দলটির সদস্যরা দেশগুলোর পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প, পল্লীউন্নয়ন ও পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় দেশগুলোতে তুলে ধরেন। এসব কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিগণ আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় মসিউর রহমান রাঙ্গা বাংলাদেশ সফরের মাধ্যমে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে চলমান কার্যক্রম প্রত্যক্ষকরণের আমন্ত্রণ জানালে তারা ইতিবাচক সাড়া দেন।

প্রতিনিধিদল আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।