সৌদি গ্র্যাজুয়েটদের শ্রমবাজারে আনতে গুরুত্বারোপ

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি থেকে
প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

বিশ্বের সঙ্গে তাল মিলেয়ে শিক্ষাতেও এগিয়ে যাচ্ছেন সৌদি আরব। দেশটির নাগরিকদের উচ্চ শিক্ষায় গড়ে তুলতে নেয়া হয়েছে নানা ব্যবস্থা। একই সঙ্গে প্রতি বছর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বেড়িয়ে আসা গ্র্যাজুয়েটদেরকে শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে বিশেষ কর্মসূচির উপর গুরুত্বারোপ করা হচ্ছে।

সৌদি শুরা কাউন্সিল সদস্য ডক্টর মুয়াদ বিন মোহাম্মদ আল মাধাধ সৌদি এক বিবৃতিতে বলেছেন, নতুন কর্মচারীদের প্রশিক্ষণে অবশ্যই তাদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপাত্ত থাকতে হবে। যার মধ্যে রয়েছে- দায়িত্ব, অধিকার, সাংগঠনিক কাঠামো, তাদের কাজের সঙ্গে অন্যান্য কর্মকাণ্ডের সম্পর্ক, আচরণবিধি, কর্মনীতি ও কর্মক্ষেত্রে গ্রহণযোগ্য আচরণবিধি।

এ ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়গুলোর দৃষ্টি আকর্ষণ করে আরও বেশি দায়িত্বশীল হয়ে সহযোগিতামূলক প্রশিক্ষণে মনযোগী হতে বলেছেন তিনি। যাতে প্রশিক্ষণটি অর্থবহ হয় এবং প্রশিক্ষণের নামে যেন শুধুমাত্র কিছু সময় অতিবাহিত করা না হয়।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।