সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪২


প্রকাশিত: ০৯:১০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর চালানো বোমা হামলায় ১৬ শিশুসহ ৪২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

পর্যবেক্ষণকারী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বিকেল ও সন্ধ্যায় চালানো বিমান হামলায় সারাকেব শহরের বাইরে ছয় শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। এ ছাড়া এহসিম শহরে ১০ শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশটিতে সরকারি হামলার কারণে বেসামরিক লোকজন পালিয়ে সারাকেব শহরের বাইরে অবস্থান নেয়। ওই আশ্রয়কেন্দ্রেই রবিবার সরকারি বাহিনী এ হামলা চালায়। ওই হামলার পর ইউটিউবে প্রকাশিত ভিডিওতে বহু লোকজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।