আলোর মুখ দেখলো রেললাইন পাড়ার ৩৬টি পরিবার
স্বাধীনতার পর এই প্রথম আলোর মুখ দেখলো যশোরের শার্শার রেললাইন পাড়ার ৩৬টি ভাসমান পরিবার। বিদ্যুতের আলো না পেলেও সৌরবিদ্যুত পাওয়ায় তারা খুবই খুশি। স্বাধীনতার পর থেকে তারা সবাই হ্যারিকেন কুপি জ্বালিয়ে নিত্য দিনের কাজ করতো।
রেললাইন পাড়ার দরিদ্র ফটিক গাজী, মিনি খাতুন, রুহুল আমিন, আমিনুরসহ আরো কয়েকজন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। বহুবার কথা দিয়েছে অনেক জন প্রতিনিধি কিন্তু কোন কাজ হয়নি। এবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন সুদৃষ্টি দেওয়ায় প্রথম পর্যায়ে আমাদের ৩৬টি পরিবারকে সৌরবিদ্যুত প্রদান করেছেন সোমবার সকালে। এর আগে বিদ্যুত পাওয়া আমাদের কাছে স্বপ্নের মতো ছিল।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরে বরাদ্দকৃত ১৮৩টি প্রকল্পের অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা, কাবিখা ও টিআর প্রকল্পের অধীনে ৯৩ লাখ ৪৬ হাজার ১৪৩ টাকা ও ১৪৬ মে. টন গম বরাদ্দ পান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। উক্ত প্রকল্পের মধ্যে রাস্তা সংস্কার, খাল খনন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য এই অর্থ ব্যয় করেছে এ বছর।
এছাড়া সোলার প্যানেল স্থাপন করা হয়েছে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে, ৫৮টি মসজিদ ও মন্দিরে, ৪৪টি বসত বাড়িতে ও ১০টি সামাজিক প্রতিষ্ঠানসহ মোট ১৩৮টি প্রকল্পের প্রত্যেকটি প্রকল্পের বিপরীতে একটি করে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। শার্শা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে প্রকল্পগুলি বাস্তবায়নাধীন রয়েছে।
মো. জামাল হোসেন/এসএস/আরআইপি