সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, হামোরিয়া শহরের একটি বাজার এবং এর নিকটবর্তী আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় দামেস্কের ঘৌটা নামে পরিচিত ঘনবসতিপূর্ণ এলাকার বেশ কিছু শহরে ৩০ বার হামলা চালানো হয়েছে।

এছাড়া আরবিন শহরে আরও চারজন বেসামরিক নিহত হয়েছে। এছাড়া মিসরাবা এবং হারাসতা শহরেও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২০ দিন আগে শুরু হওয়া হামলার রেষ ধরে রোববারের হামলায়ই একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, আগের হামলাগুলোতে নারী এবং শিশুসহ প্রায় ২শ বেসামরিক নিহত হয়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।