যাদবপুর ক্যাম্পাসে আবারো পুলিশ


প্রকাশিত: ০৮:০১ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবরো পুলিশ প্রবেশ করেছে। সোমবার সকাল ৯টা নাগাদ পুলিশের বেশ কয়েকজন আধিকারিক ঢোকেন ক্যাম্পাসে। প্রশ্ন উঠছে, কার অনুমতিতে ফের ক্যাম্পাসে ঢুকল পুলিশ? যদিও পুলিশকর্মীরা কেন বা কার অনুমতি-অনুরোধে এসেছেন, তা এখনও জানা যায়নি। আজ, সোমবার যাদবপুরে আসবেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। পড়ুয়াদের বক্তব্য, পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ঢোকার পরিকল্পনা রয়েছে উপাচার্যের।

যদিও পড়ুয়াদের দাবি, অভিজিৎবাবু পদত্যাগ না করা পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে। অন্যদিকে, সোমবারই যাদবপুর কাণ্ডে পাল্টা আন্দোলনে পথে নামছে টিএমসিপি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নামছে টিএমসিপি। তার আগে তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপোর মন্তব্য বিতর্কে ইন্ধন যুগিয়েছে। যাদবপুর নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনকে নেশাখোরদের আন্দোলন বলে কটাক্ষ অভিষেকের। সূত্র: কলকাতা ২৪x৭

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।