ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় দাহলিয়ার তাণ্ডবে ২০ জন নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল বোর্ড ফর ডিজেস্টার ম্যানেজমেন্ট নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

রোববারের ওই ঘূর্ণিঝড়ে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে বন্যা এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে।

নিখোঁজ লোকজনকে খুঁজতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশ কিছু এলাকায় বন্যা এবং ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এক হাজার ১৭৪ জন সেনা ও পুলিশ সদস্য উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির জাভা এলাকায় চেমপাকা নামের আরও একটি ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ২৭ জন প্রাণ হারায়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।